গঠনমূলক আলোচনা নেই। গোলমাল পাকিয়ে খবরে থাকার চেষ্টা বিধানসভার প্রধান বিরোধীদলের। সেই মতো মঙ্গলবারও অধিবেশনে হট্টগোল করে ওয়াক আউট করে বিজেপি। ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি। গোটাটাই নাটক বলে কটাক্ষ করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের।
এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বের শেষে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, অশোক লাহিড়ী-সহ আরও কয়েকজন বিজেপি বিধায়ক রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা দাবি করে মুলতুবি প্রস্তাব জমা দেন। শঙ্করের অভিযোগ, স্বাস্থ্য দফতর ডেঙ্গি মোকাবিলায় করতে পারছে না। স্বাস্থ্য সাথী নিয়েও হয়রানি হচ্ছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ে বিধানসভায় স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিজেপি। তবে, বিজেপির আনা মুলতুবি প্রস্তাব খারিজ করে দেন অধ্যক্ষ। এরপরেই স্লোগান দিতে দিতে কক্ষ ত্যাগ করে বিজেপি। সঙ্গে ছিল মশারি, মশার কাট আউট। বিজেপির এই বিক্ষোভকে নাটক বলে কটাক্ষ করেন মন্ত্রী চন্দ্রিমা।
Be the first to comment