উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্বভারতীতে ধুন্ধুমার। র*ক্তাক্ত পড়ুয়া থেকে নিরাপত্তারক্ষী। উপাচার্যের অফিস ঘেরাও করে পড়ুয়াদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। কর্মীরা অফিসে প্রবেশ করার চেষ্টা করলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই নিরাপত্তারক্ষী এবং পড়ুয়াদের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
এই প্রথম নয়, এর আগেও পড়ুয়াদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে বিশ্বভারতী চত্বরে। শিক্ষার সঠিক পরিবেশ নেই বিদ্যালয়ের প্রাঙ্গণে, ঠিক এই অভিযোগ তুলে বিক্ষোভ – ধস্তাধস্তি। পড়ুয়ারা বলছেন এর আগে উপাচার্য তাঁদের আন্দোলনের পর আলোচনায় বসতে রাজি হলেও যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনটাই পালন করা হয়নি। তাই এবার মুখের কথা নয় বরং লিখিত আশ্বাস চান পড়ুয়ারা।
Be the first to comment