শীত পড়লেই ডেঙ্গি কমবে, বিধানসভায় বললেন মমতা

Spread the love

ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ। রাজ্য সরকারের তরফ থেকে একাধিক জরুরি পদক্ষেপ করা হয়েছে। এবার ডেঙ্গি নিয়ে বিবৃতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় মমতা বলেন, গত দু’বছর করোনার কারণে ডেঙ্গি কম ছিল। এ বছর ডেঙ্গি বেড়েছে। পজিটিভিটি রেট ৭ শতাংশ হয়ে গিয়েছিল। কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে আছে। মুখ্যমন্ত্রী জানান মূলত, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে ডেঙ্গির প্রভাব বেশি। পুরসভার পাশাপাশি পুর ও নগরোন্নয়ন দফতর হাতে হাত মিলিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে ডেঙ্গি মোকাবিলার কাজ করছে।

বিধানসভায় শীতকালীন অধিবেশন চলছে। সেখানে বারবার হাওয়া গরম করার চেষ্টা করছে বিজেপিসহ বিরোধীরা। রাজ্য সরকার ডেঙ্গি সংক্রান্ত তথ্য গোপন করছে বলে বারবার অভিযোগ করছে তাঁরা। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে। মুখ্যমন্ত্রী জানান এ রাজ্যে ডেঙ্গিতে এ বছর মৃত্যু হয়েছে মোট ১১ জনের। তার মধ্যে ছ’জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। আগামী এক মাস সরকার ডেঙ্গি দমনে কোনও শিথিলতা দেখাবে না বলে সাফ জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন বিধায়কদের সতর্ক থাকতে হবে। তবে শীত বাড়লে ডেঙ্গির প্রকোপ কমবে বলে আশাবাদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*