উত্তর প্রদেশের বারাণসীতে ভয়াবহ নৌকা দুর্ঘটনা। প্রায় ৪০ জন যাত্রী নিয়ে গঙ্গায় ডুবে যায় নৌকা। আজ, শনিবার সকালে বারাণসীর দশাশ্বমেধ ঘাটের কাছে পূণ্যার্থী বোঝাই নৌকাটি আচমকাই ডুবে যায়। জানা গিয়েছে, নৌকায় সওয়ার পূণ্যার্থীদের সিংহভাগ কেরালার বাসিন্দা। এদিন সকালে তাঁরা গঙ্গায় নৌকাবিহারে বেরিয়েছিলেন।সেই সময় আচমকাই যাত্রী সমেত ডুবে যায় ওই নৌকাটি।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও। স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের তৎপরতায় অনেকটাই প্রাণহানী আটকানো গিয়েছে।
প্রশাসন সূত্রে খবর, প্রায় প্রত্যেক যাত্রীকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে, দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ঘটনার পর থেকেই সংশ্লীষ্ট নৌকার চালক পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত, বারাণসীতে সরকারি নিয়ম উলঙ্ঘন করে নৌকা চালনার ফলে দুর্ঘটনার ঘটনা নতুন নয়। তারপরও এই ধরণের ঘটনা বারবার ঘটেই চলেছে। এদিন বরাত জোরে বেঁচে গিয়েছেন ৪০জন যাত্রী।
Be the first to comment