সুপ্রিম কোর্টে সংবিধান দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Spread the love

২৬ নভেম্বর ভারতের সংবিধান দিবস। সেই উপলক্ষে সুপ্রিম কোর্টে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সূত্রের খবর সকাল দশটা থেকে এই অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সংবিধান দিবসে রাষ্ট্রপতি ভবন থেকে বার্তা দেবেন দ্রৌপদী মুর্মু। সুপ্রিম কোর্টের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পাশাপাশি পশ্চিমবঙ্গেও সংবিধান দিবসের অনুষ্ঠান পালিত হবে। বিধানসভার এই অনুষ্ঠানে থাকছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য শুক্রবারই সংবিধান দিবসের প্রাক্কালে বিধানসভায় এই দিনটির মাহাত্ম্য উল্লেখ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিধানসভার অনুষ্ঠানে সব বিরোধীদের উপস্থিতি আশা করেছিলেন মুখ্যমন্ত্রী বলে তাঁর বক্তব্যে জানিয়েছিলেন। এরপর আজ শনিবার সংবিধান দিবসের দিন বিধানসভায় শুভেন্দু অধিকারীর যাওয়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানা জল্পনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*