মঙ্গলবার সন্ধ্যায় লিবিয়ার বেনগাজিতে দুটি গাড়িতে বোমা হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে এই বোমা হামলা দুটি হয়। সূত্রের খবর, বেনগাজির কেন্দ্রীয় মসজিদ আল সালমানির সামনে প্রথম গাড়িবোমা হামলাটি হয়। এ সময় মাগরিবের নামাজ পড়ে বের হচ্ছিলেন মানুষ। এর কয়েক মিনিট পরেই রাস্তার অপর প্রান্তে দ্বিতীয় গাড়িবোমা বিস্ফোরণটি হয়। হামলার শিকার হওয়া মানুষের মধ্যে আছেন সামরিক-বেসামরিক নাগরিক। হামলায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় আল-জালা হাসপাতালের এক মুখপাত্র। কারা এই বোমা হামলা ঘটিয়েছে, এ বিষয়ে এখনো কিছু জানা যায় নি।
Be the first to comment