সরকার ও পর্ষদের ভাবমূর্তি নষ্টের প্রচেষ্টা চলছে: সরব গৌতম পাল

Spread the love

চলতি বছরের ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষার প্রথম দিনে অভিযোগ উঠল প্রশ্ন ফাঁসের। অভিযোগ পরীক্ষার কিছুক্ষণ আগেই ফাঁস হয় এই প্রশ্নপত্র। তবে এপ্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল স্পষ্ট জানান, প্রশ্ন ফাঁস নয় সরকার ও পর্ষদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।

জানা গিয়েছে, সোমবার দুপুর ১২টা নাগাদ ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলে দুপুর ২টো পর্যন্ত। অভিযোগ, সকাল ১০টা ৪৭ মিনিট নাগাদ হোয়াটসঅ্যাপে পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে, আর হোয়াটসঅ্যাপে যে প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছে, দুটোই এক বলে দাবি করা হয়েছে। এরপরই শুরু হয় বিতর্ক।

এপ্রসঙ্গে সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, ” যে অভিযোগ উঠেছে পর্ষদ এটা মোটেই হালকা ভাবে নিচ্ছে না। তদন্ত কমিটি তৈরি করছি। ঘটনার সত্যতা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থীদের কোনও ক্ষতি হবে না। এ নিয়ে যদি পর্ষদ কোনও সিদ্ধান্ত নেয় আগামী দিনে, তা হলে পরীক্ষার্থীদের সমস্যা হবে না।” এটা প্রশ্নফাঁসের ঘটনা নয়। সরকার ও পর্ষদের ভাবমূর্তি নষ্টের প্রচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন পর্ষদ সভাপতি। পরীক্ষা বাতিল করা হবে কি না, এ নিয়ে কিছু জানাননি তিনি। নিয়ম মেনেই পরীক্ষা হয়েছে বলে দাবি পর্ষদ সভাপতির। আগামী দিনে কোনও অনৈতিক কাজ হলে পর্ষদ কঠোর ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন গৌতম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*