“আপনার আছে কন্যাশ্রী,ওরা বলেছে “বেটি বাঁচাও,বেটি পড়াও,” বাবা! ক’টাকা পেয়েছে কে? ভারতবর্ষের কোন বেটি কার একাউন্টে ওই বেটি বাঁচাও বেটি পড়াও এর টাকা গেছে? উত্তর হলো একটাও না।যা টাকা পেয়েছে তা পেয়েছে যারা ওই বিজ্ঞাপন করে। নয়াগ্ৰামে মহিলা তৃণমূলের পঞ্চায়েতি সভায় এসে এভাবেই মহিলাদের সামনে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধলেন রাজ্য মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের মহিলা সংগঠনকে মজবুত করতে নয়াগ্ৰাম ব্লক মহিলা তৃণমূলের উদ্যেগে ব্লকের খড়িকামাথানী মার্কেট কমপ্লেক্সে হয় মহিলা তৃণমূলের ‘পঞ্চায়েতি সভা’ সভায় এলাকার মহিলাদের মধ্যে পঞ্চায়েতি সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন করা এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রচারের জন্য উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী বীরবাহা হাঁসদা, ব্লক মহিলা তৃণমূলের নেত্রী সঞ্চিতা ঘোষ, বিধায়ক দুলাল মুর্মু প্রমুখ।
এদিনের সভায় মহিলা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করার পাশাপাশি ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের কথা তুলে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন। সভায় মন্ত্রী বীরবাহা হাঁসদা ও বিধায়ক দুলাল মুর্মু মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের কথা তুলে ধরে আগামী নির্বাচনে তৃণমূলের পাশে থাকার আহ্বান করেন।
Be the first to comment