মঙ্গলবার মধ্যরাতে ইলেক্ট্রনিক্স ও আসবাবের একটি দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল ৬ জনের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ। জানা গিয়েছে, মৃতরা সকলেই একই পরিবারের সদস্য। যেখানে আগুন লেগেছিল, তার ঠিক নীচের তলায় তাঁরা বসবাস করতেন। মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
পুলিশ সূত্রের খবর, গতকাল রাতে একটি পরিবারের আসবাবপত্র ও ইলেকট্রনিক্স জিনিসপত্রের দোকান রয়েছে। সেই একই বিল্ডিংয়ের নীচের তলায় সেই দোকানের মালিকরা পরিবার নিয়ে থাকতেন। প্রথমে দোকানেই আগুন লাগে। তারপর তা গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে।খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৮টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে।
আগুন লাগার ঘটনায় ভস্মীভূত গোটা দোকান। মৃত্যু হয়েছে ৬ জনের। তার মধ্যে তিনজনই শিশু বলে জানা গিয়েছে।
Be the first to comment