জেল হেফাজত শেষ! আজই পার্থ-অর্পিতাকে আদালতে পেশ

Spread the love

জেল হেফাজত শেষ। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ ও অর্পিতাকে আজ, বুধবার ফের ইডির বিশেষ আদালতে পেশ করানো হবে। জানা যাচ্ছে, এবারও দুজনকেই ভার্চুয়ালি আদালতে পেশ করবে ইডি। কলকাতার বিচারভবনে পিএমএলএ আদালতে পার্থ-অর্পিতাকে হাজির করাবে ইডি।
বুধবার পার্থর বয়স, অসুস্থতা বিচার করে আইনজীবী তাঁর জামিনের করতে পারেন বলে জানা যাচ্ছে।

যদিও ইডি সূত্রের খবর, জামিনের বিরোধিতায় তাদের যুক্তি হবে, পার্থ ও অর্পিতা দু’জনেই কোটি কোটি টাকার দুর্নীতিতে জড়িত। শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা মিলেছে অর্পিতার ফ্ল্যাট থেকে। সেই দুর্নীতির অঙ্ক ১০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। দু’জনেই প্রভাবশালী। দুর্নীতির টাকা আর কোথায় কোথায় রয়েছে সেই সংক্রান্ত তথ্য আদালতে পেশ করা হবে বলে সূত্রের খবর। সেই তথ্যকে হাতিয়ার করে পার্থ-অর্পিতার জামিন আটকানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তদন্তকারীরা। পাল্টা যুক্তি সাজাবেন দুই অভিযুক্তের আইনজীবীরা।

প্রসঙ্গত, গত সোমবারই আলিপুর আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে সিবিআই যে দুটি মামলার তদন্ত করছে, তার একটিতে চার্জশিটে নাম রয়েছে পার্থর, আরেকটিতে নেই। সেক্ষেত্রেও পার্থর আইনজীবী শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই জামিনের আর্জি জানিয়েছিলেন।আজ তিনি জামিন পান কিনা সেটাই দেখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*