মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত কর্মসূচি ‘দুয়ারে সরকার’। তাতে বিপুল সাড়া রাজ্যবাসীর। ফলে পঞ্চম ‘দুয়ারে সরকার’ কর্মসূচির মেয়াদ আরও ৫ দিন বাড়াল রাজ্য সরকার। ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি বুধবারই শেষ হওয়ার কথা ছিল। তবে, বিভিন্ন সামাজিক প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য বিপুল সাড়া দেখে মেয়াদবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, ৫ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান কর্মসূচি চলবে। ‘লক্ষ্মীর ভান্ডার’ কিংবা ‘কন্যাশ্রী’র মতো সামাজিক প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করা যাবে।
গত এক মাসে প্রায় সত্তর লক্ষ মানুষ দুয়ারে সরকার কর্মসূচিতে বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করেছেন। এই বিপুল সাড়া দেখেই এর মেয়াদবৃদ্ধির সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রে খবর।
Be the first to comment