রাত পোহালেই গুজরাটে ভোট, আপ খাতা খুলতে পারবে না বার্তা অমিত শাহের

Spread the love

ভোটের বাদ্যি বেজে গিয়েছে গুজরাটে। রাত পোহালেই আরব সাগরের তীরে নির্বাচন। লক্ষ্যপূরণে ইতিমধ্যেই কোমর বেধে নেমে পড়েছে সব রাজনৈতিক দলগুলি। ষষ্ঠ বারের জন্য এই রাজ্যে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি। অন্যদিকে বিজেপিকে টক্কর দিতে লড়াইয়ে খামতি রাখছে না আম আদমি পার্টি ও কংগ্রেস। এহেন পরিস্থিতির মাঝেই গুজরাট নির্বাচনকে নজরে রেখে আম আদমি পার্টিকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানালেন, এই নির্বাচনে অ্যাকাউন্ট খুলতেও সক্ষম হবে না আপ।

গুজরাট বিধানসভা নির্বাচনে আপের জেতার প্রশ্নে শাহ বলেন, ‘প্রত্যেক দলেরই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আছে, কিন্তু এটা জনগণের উপর নির্ভর করে যে তারা সেই দলকে গ্রহণ করবে কি না’। তিনি বলেন, ‘আপ গুজরাটের মানুষের মনে কোথাও নেই। নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করুন, সফল প্রার্থীদের তালিকায় হয়তো ‘আপ’ প্রার্থীদের নাম আসবে না’। কংগ্রেস গুজরাটে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী। অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আপ মোদির নিজের রাজ্যে আক্রমণাত্মক প্রচার শুরু করেছে। কংগ্রেসের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ সম্পর্কে শাহ বলেছিলেন, ‘কংগ্রেস এখনও প্রধান বিরোধী দল, তবে এটি জাতীয় স্তরে একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং এর প্রভাব গুজরাটেও দেখা যাচ্ছে’।

তবে শাহ যাই বলুন না কেন গুজরাটে বিজেপির সংকট যে ব্যাপকভাবে বেড়েছে তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। কারণ সংকট বুঝতে পেতে ইতিমধ্যে একাধিকবার এই রাজ্যে মুখ্যমন্ত্রী বদল হয়েছে। ভোটের ঠিক আগে মোরবি দুর্ঘটনা বিজেপির ভাবমূর্তিতে আর বড় ধাক্কা দিয়েছে। পাশাপাশি জাতীয় স্তরে বিজেপির কৃষক বিরধি নীতি, ভয়াবহ মুল্যবৃদ্ধি সহ একাধিক জনবিরোধি নীতির জেরে ক্ষুব্ধ গোটা দেস তথা গুজরাটবাসী।

উল্লেখ্য, আগামিকাল বৃহস্পতিবার গুজরাটে ১৮২ আসনে দুই দফায় ভোট হবে ১ এবং ৫ ডিসেম্বর। ফলাফল ঘোষণা করা হবে ৮ ডিসেম্বর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*