শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধীনে এই তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট। এরপরই চঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে।
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কার্যত টাকার পাহাড় উদ্ধার হয়। গ্রেফতার হন অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়। এরপর একাধিক জায়গায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত টাকা পাচারের অভিযোগও আসে তাঁদের বিরুদ্ধে। শুধু স্কুল সার্ভিস কমিশন নয়, বিভিন্ন বেসরকারি ট্রেনিং কলেজকেও (ফার্মেসি ও ল কলেজ) অনুমোদন দেওয়ার ক্ষেত্রেও মানিক ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায় টাকা নিয়েছেন বলে অভিযোগ তোলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফলে এখন কোনওভাবেই জামিন পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায় বা অর্পিতা মুখোপাধ্যায়। আপাতত জেল হেফাজতেই থাকতে হচ্ছে তাঁদের। আদানোর সূত্রে নির্দেশ আগামী ১৪ই ডিসেম্বর পর্যন্ত জেলেই থাকবেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়।
Be the first to comment