সাময়িক স্বস্তিতে অনুব্রত মণ্ডল, এখনই তাঁকে দিল্লি নিয়ে যেতে পারছে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অনুব্রত মণ্ডলের হয়ে সওয়াল করবেন আইনজীবী কপিল সিব্বল। কিন্তু তিনি বৃহস্পতিবার অন্য কাজে ব্যস্ত। তাই এই শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল অনুব্রতর তরফে। ইডির আপত্তি না থাকায় মামলার পরবর্তী শুনানি ৭ ডিসেম্বর। ততদিন আসানসোলের জেলেই থাকবেন অনুব্রত মণ্ডল।
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কলকাতা নয় বরং দিল্লিতে নিয়ে গিয়ে অনুব্রতকে জেরা করতে চান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই আর্জি নিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। পাল্টা এই দাবি খারিজের দাবি নিয়ে দিল্লি হাই কোর্টে মামলা করেন অনুব্রত। সেখানে তাঁর হয়ে সওয়াল করার কথা কপিল সিব্বলের। কিন্তু তিনি যেহেতু ব্যস্ত তাই পরবর্তী একটা দিন ধার্য্য করার জন্য অনুরোধ করা হয় বিচারপতির কাছে। ইডি, এই নিয়ে কোনও আপত্তি না করায়, মামলায় পরবর্তী শুনানি ৭ ডিসেম্বর। ততদিন পর্যন্ত অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Be the first to comment