তৃণমূলের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের ইনচার্জের দায়িত্ব পেলেন দেবাংশু ভট্টাচার্য

Spread the love

পদন্নতি হল তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের। যুব কমিটির সাধারণ সম্পাদক থেকে এবার তৃণমূলের আইটি সেলের রাজ্যের ইনচার্জ হলেন দলের একনিষ্ঠ এই কর্মী। বৃহস্পতিবার টুইটারে বিজ্ঞপ্তি জারি করে দেবাংশুর পদন্নোতির বিষয়টি জানানো হয়েছে দলের তরফে।

গত বুধবার যুব কমিটির তালিকা প্রকাশ করেছিল তৃণমূল। যে তালিকায় নাম দেখা যায়নি দু’বারের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য। এরপরি শুরু হয় জল্পনা। এই তালিকা প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় অভিমানি পোস্ট করেছিলেন দলের একনিষ্ঠ এই কর্মী। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নয়া দায়িত্ব দেওয়া হল তাঁকে। বৃহস্পতিবার নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আইটি সেলের রাজ্যের ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে দেবাংশুকে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দলের যুব নেতাকে এই দায়িত্ব দিয়ে তৃণমূল স্পষ্ট করে দিল দলের একনিষ্ঠ কর্মীদের দল কখনও বঞ্চিত করে না।

দলের যুব কমিটির দায়িত্ব থেকে বুধবার বাদ পড়ার পর সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন দেবাংশু। সেখানে তিনি লেখেন, ‘যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব ছাড়লাম।’ দেবাংশুর এই পোস্টের পর রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়ায়। জল্পনা শুরু হয় তবে কি দায়িত্ব না পেয়ে দল ছাড়ছেন দেবাংশু? নাকি পঞ্চায়েতের আগে দলে আর বড় কোনও দায়িত্ব দেওয়া হবে তাঁকে? দ্বিতীয় জল্পনাতেই অবশ্য শিলমোহর পড়ে। মাত্র ২৪ ঘন্টার মধ্যে তৃণমূলের তরফে টুইট করে জানানো হল দেবাংশুকে নতুন দায়িত্ব দেওয়ার কথা।

এমনিতে সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় দেবাংশু ভট্টাচার্য। ফেসবুকে তাঁর ফলোয়ারের সংখ্যা অগুনতি। প্রায়শই রাজনৈতিক বিষয় নিয়ে লাইভ ভিডিও করেন তিনি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মাঠে নেমে প্রচারের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও একেবারে প্রান্তিক স্তরে পৌঁছে যেতে মরিয়া তৃণমূল। সেই লক্ষ্যে আইটি সেলে নিজেদের এগিয়ে নিয়ে যেতে দেবাংশু ভট্টাচার্যের উপর ভরসা করতে চাইছে দল। এদিকে যুব কমিটি থেকে বাদ পড়লেও নয়া দায়িত্ব পেয়ে খুশি তৃণমূলের যুবনেতা দেবাংশু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*