শুভেন্দু অধিকারীর মতো কিছু দলবদলু বিজেপি নেতার ভয়ঙ্কর চক্রান্ত। বিধানসভা ভোটে হারের জ্বালা মেটাতে এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তৃণমূল নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বিজেপির চক্রান্তে পূর্ব মেদিনীপুর ও কেশপুরের বহু তৃণমূল নেতা এবং কর্মী মিথ্যা মামলায় ফেঁসে গিয়েছেন। কেউ কেউ আবার সিবিআই বা এনআইএ-র হাতে গ্রেফতার হয়ে জেল খাটছেন, অথচ অপরাধমূলক ঘটনার সঙ্গে তাঁরা কোনওভাবেই যুক্ত নয়।
এবার সেইসব নিরীহ নেতা-কর্মীদের মিথ্যা মামলা ও আইনি নির্যাতনের হাত থেকে রক্ষা করতে নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও বাঁচাতে পূর্ব মেদিনীপুর ও কেশপুর ব্লকের জন্য এবার লিগ্যাল ডেস্ক চালু করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ, বুধবার নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূল অফিসে এই লিগ্যাল ডেস্কের সূচনা হবে। এই ডেস্কের দক্ষ আইনজীবীরা একদিকে
যেমন পুরনো ভুয়ো মামলা নিয়ে বিভিন্ন আদালতে হেনস্থা হওয়া নির্যাতিতদের আইনি লড়াইয়ে সাহায্য করা হবে। তেমনই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধেও পাল্টা মামলা করবে। বিজেপির চক্রান্ত ফাঁস করতেই অভিষেকের এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
তৃণমূল সূত্রে খবর, লিগ্যাল ডেস্কে জেলা পর্যায়ের আইনজীবীদের পাশাপাশি, হাইকোর্টে সিবিআই বা এনআইএ মামলায় আইনি লড়াইয়ে অভিজ্ঞ ও দক্ষ এডভোকেটরাও লিগ্যাল ডেস্কে যুক্ত থাকবেন। দলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে অভিষেকের এমন মানবিক পদক্ষেপে আইনি জালে ফেঁসে যাওয়া পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা-কর্মীরা নতুন করে লড়াইয়ের স্বপ্ন দেখছেন।
Be the first to comment