ঝাড়গ্রাম শহর লাগুয়া জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের পেছনের জঙ্গলে বুধবার ভোর হতেই ঢুকে পড়ে একটি হাতির দল। হাতির দলের হানায় ইতিমধ্যে ১ গ্রামবাসী গুরুতরভাবে জখম হয় তাকে চিকিৎসার জন্য কলকাতা স্থানান্তর করা হয়েছে । জানা গিয়েছে, কংসাবতী নদী পেরিয়ে শাবক সহ ১৩ টি হাতির দল কেউদি এলাকা হয়ে ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেবায়তন এলাকায় ঢুকে পড়ে।
মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত সেবায়তন এলাকায় হাতির দলটি থাকে । সেবায়তন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজের পাঁচিল ভেঙে দেয় হাতির দল। তারপরে সেখান থেকে হাতির দলটি ঝাড়গ্রাম রেঞ্জের অন্তর্গত ধবনি বিটের ডিয়ার পার্কের জঙ্গলে ঢুকে পড়ে। ঝাড়গ্রামের নতুন পুলিশ লাইনের পাশ হয়ে ঝাড়গ্রাম-বাঁধগোড়া রাস্তা হাতির দলটি পারাপার করে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের গেটের কিছুটা আগেই। সেখান থেকে শাবককে সঙ্গে নিয়ে খুব সাবধানে হাতিগুলি রেললাইন পার হয়ে বাঁধগড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খানাকুল এলাকার কাঞ্চনমিল এর পেছনের জঙ্গলে হাতির দলটি ঢুকে পড়ে ঝাড়গ্রাম পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে। হাতির দলের খবর পেয়ে এলাকার বহু মানুষ হাতি দেখতে ভিড় করতে থাকে।
হঠাৎই হাতি আক্রমণ করে আহত হয় খানাকুল গ্রামের চাঁদু দলাই (৫৮) নামের এক ব্যক্তি । ঘটানস্থল থেকে তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতাতে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে। অপরদিকে বনদপ্তর এর কর্মীরা পৌঁছে মাইকিং করতে থাকে হাতি থেকে দূরত্ব বজায় রাখার এবং হাতিকে উত্তপ্ত না করার জন্য। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, হাতির দলটিতে শাবক থাকার কারণে দিনের আলোতে ড্রাইভ করতে পারছে না বন দপ্তর ।
Be the first to comment