গুজরাটে জয়ের রেকর্ড বিজেপির, রাজ্যবাসীকে ধন্যবাদ মোদির

Spread the love

গুজরাটে জয়ের রেকর্ড গড়ল বিজেপি। একটানা ৭ বার জয়ের পাশাপাশি এবারের নির্বাচনে সর্বাধিক আসনে জয়ের রেকর্ড গড়ল গেরুয়া শিবির। বৃহস্পতিবার নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা যায় ১৮২ আসন বিশিষ্ট গুজরাটে ১৫৬ আসনে জয় পেয়েছে পদ্ম। অন্যদিকে মাত্র ১৭ আসন পেয়েছে কংগ্রেস। প্রথমবার এখানে নির্বাচনে লড়ে ৫টি আসন পেয়েছে আপ, অন্যান্যরা ৪ আসন। জয় নিশ্চিত হতেই বেলার দিকে গুজরাট বিজেপি প্রধান সিআর পাতিল এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই জনকে অভিনন্দন জানানোর পাশাপাশি। নিজের রেকর্ড ভাঙায় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

এর আগে পর্যন্ত গুজরাটে সর্বাধিক আসনে জয়ের রেকর্ড ছিল কংগ্রেসের। ১৯৮৫ সালে মাধবসিংহ সোলাঙ্কির নেতৃত্বে ১৪৯টি আসনে জয় পেয়েছিল কংগ্রেস।এতদিন বিজেপির সর্বাধিক আসন সঙ্খ্যা ছিল ১২৭। তবে এদিন নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা যায় অতীতের সব রেকর্ড ভেঙে ১৫৬ আসনে জয় পেয়েছে গেরুয়া শিবির। পাশাপাশি রেকর্ড গড়ে সপ্তমবার গুজরাটে ক্ষমতায় বিজেপি। নিজ রাজ্যে বিজেপির এই জয়ের পর টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “ধন্যবাদ গুজরাট। আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। জনগণ উন্নয়নের রাজনীতিকে আশীর্বাদ করেছে। এই উন্নয়নকে আরও গতিশীল করতে চায় বলে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে আম জনতা। আমি গুজরাটের জনশক্তিকে প্রণাম করি।” জানা যাচ্ছে আগামী ১২ ডিসেম্বর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*