চিংড়িঘাটায় ভয়াবহ দুর্ঘটনা। আহত ৭জন। তাঁর মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার, প্রকল্পের উদ্বোধন-শিলান্যাসে SSKM হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই টুইটে এই দুর্ঘটনায় তিনি মর্মাহত বলে জানান মুখ্যমন্ত্রী। গুরুতর আহত ২জনকে ১ লক্ষ টাকা ও বাকি ৫ আহতকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মমতা জানান, আহতদের বিনামূল্য চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী।
টুইটে মুখ্যমন্ত্রী জানান, অভিযুক্ত গাড়ির চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে রাজ্য সরকার। সবাইকে সেফ ড্রাইভ সেভ লাইভ মেনে চলার পরামর্শও দেন মমতা।
এদিন চিংড়িঘাটায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। ধাক্কা মারে কয়েকজন পথচারীকেও। শেষমেশ ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো যায় গাড়িটি। ঘটনায় ৭ জন জখম হন। তাঁদের মধ্যে পুলিশকর্মীও রয়েছেন। দিল্লি থেকে ফিরে সরাসরি এসএসকেএম গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। পরে তিনি বলেন, “আজ একটি দুর্ঘটনায় এক ড্রাগ নিয়ে এক যুবক গাড়ি চালানোর সময় সাত-আটজনকে ধাক্কা। আমি দেখতে গিয়েছিলাম।”
Be the first to comment