শিয়ালদহে দুর্ঘটনার কবলে কুণাল ঘোষের গাড়ি, অল্পের জন্য পেলেন রক্ষা

Spread the love

হলদিয়ায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কনভয়। যে গাড়িতে তৃণমূল নেতা ছিলেন, সেই গাড়িতে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। ক্ষতিগ্রস্ত হয় কুণাল ঘোষের গাড়ির কিছুটা অংশ। বাসটি যেদিকে ধাক্কা মারে সেদিকেই বসে ছিলেন কুণাল। অল্পের জন্য রক্ষা পান তৃণমূল নেতা। ঘটনাস্থলে ছুটে আসে কর্তব্যরত ট্রাফিক পুলিশ। বাসে বাসে রেষারেষির জন্যই এমন দুর্ঘটনা। এমন ঘটনায় বাস ও চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় পুলিশ।

আজ, শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন কুণাল ঘোষ। বাড়ি থেকে বেরোনোর কিছুটা পর শিয়ালদহ ব্রিজে ওঠার ঠিক আগে এমন দুর্ঘটনা ঘটে। কাজের দিনে অফিস টাইমে শিয়ালদহের মতো ব্যস্ততম জায়গায় এমন দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তবে সুস্থ আছেন কুণাল ঘোষ। ঘটনাস্থল থেকে তিনি নির্ধারিত কর্মসূচির উদ্দেশে রওনা দেন।

এদিন দুর্ঘটনা প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “সব সময় যেরকম রেষারেষি চলে সেরকই হচ্ছিল। পুলিশে জানানো হয়েছে। তবে বাসটিতে অফিস যাত্রীরা ছিলেন, তাই তখন বাসটিকে আটকাতে বারণ করি। কারণ, সেক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি হবে। বাসের নম্বর ও চালকের নাম রাখা হয়েছে।”

উল্লেখ্য, দুর্ঘটনা কমাতে রাজ্যের তরফে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি করা হয়েছে। প্রতিনিয়ত মানুষকে সচেতন করা হয়েছে। বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। কিন্তু তাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে। যদিও দুর্ঘটনা অনেকটাই কমেছে বলে দাবি কুণাল ঘোষের। তাঁর কথায়, “এক্ষেত্রে পুলিশ-প্রশাসনের কিছুই করার নেই। মানুষকে সচেতন হতে হবে। গতকাল চিংড়িহাটায় একজন নেশাগ্রস্ত অবস্থায় এতজনকে মারল। পুলিশ তো আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু তাঁরাও জখম।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*