ডিউটিরত অবস্থায় উর্দি পরে তৃণমূলের এক অনুষ্ঠানে হাজির পুলিশ অফিসার। আর এই নিয়েই উঠেছে বিতর্কের ঝড়। কেন ওই অফিসার কর্মরত অবস্থায় তৃণমূল কংগ্রেস আয়োজিত এক অনুষ্ঠান মঞ্চে সংবর্ধনা নিতে উপস্থিত হলেন তাই নিয়ে শুরু হয়েছে সমালোচনা আর রাজনৈতিক বিতর্ক। এর জেরেই শুক্রবার শোকজ করা হল বর্ধমানের গোলাপবাগ ট্রাফিক পোস্টের ওসি বিশ্বনাথ পাইনকে।
সূত্র মারফত জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের খাগড়াগড় এলাকায় তৃণমূল কংগ্রেস ও খাগড়াগড় যুব সংঘ যৌথভাবে মশারি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অভিযোগ এই অনুষ্ঠানেই ওসি বিশ্বনাথ পাইন ডিউটিরত অবস্থায় উর্দি পরেই সংবর্ধনা নিতে মঞ্চে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানের ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে বিতর্কের ঝড়। এই প্রসঙ্গে ওসি জানান ওটা একটা ক্লাবের কর্মসূচি বলে তিনি জানতেন। তিনি ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য ওখানে ছিলেন। সেইসময় তাঁকে অনুরোধ করায়, অল্প সময়ের জন্য সেখানে গিয়েছিলেন তিনি। দলের কর্মসূচি বলে সেখানে যাননি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে ময়দান গরম করার উদ্দেশ্য নিয়ে বিরোধীরা রাজনৈতিক রঙ লাগাবার চেষ্টা করছে। পূর্ব বর্ধমানের সুপার কামিনাশিস সেন ঘটনার নিরপেক্ষ তদন্ত করে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
Be the first to comment