জয়নগরে সুকান্তকে কালো পতাকা, প্রতিবাদে কলকাতায় পথ অবরোধ বিজেপির

Spread the love

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মইপীঠে বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ। কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ। কনভয়ে হামলা চালানোর অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির। গাড়িতে বাঁশের বাড়ি মারার অভিযোগ করেছেন তিনি। এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই কলকাতায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়ে দিয়েছে বিজেপি।

সূত্রের খবর, রবিবার মইপীঠে দলীয় সভা করতে যান সুকান্ত। সেই সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় শ খানেক লোকজন। জয়নগর ও কুলতুলি এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুকান্ত। কলকাতায় ফেরার পথে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। সুকান্তর গাড়ি আটকে দীর্ঘক্ষণ চলে স্লোগান। কালো পতাকা দেখানে হয় সুকান্তকে। বাঁশের লাঠি নিয়ে গাড়ির উপর হামলা করা হয় বলেও অভিযোগ।

অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, জোর করে ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। সেই টাকা ছেড়ে দিতে হবে। এ খবর চাউর হতেই ব্যাপক চাপানউতর শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই কলকাতায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়ে দিয়েছে বিজেপি। পাশাপাশি এর ঘটনার প্রতিবাদে বালুরঘাটে পথ অবরোধ করে বিজেপি। বালুরঘাট টাউন মণ্ডলের তরফে এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বালুরঘাট নারায়ণপুরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*