সোমে ৩ দিনের সফরে মেঘালয়ে যাচ্ছেন মমতা-অভিষেক

Spread the love

টার্গেট মেঘালয়। ২০২৩-এ বিধানসভা নির্বাচন। এখন সেখানে প্রধান বিরোধীদল তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে সোমবার ৩ দিনের সফরে মেঘালয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের শুরুতেই ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা নির্বাচন। উত্তর-পূর্বের দু রাজ্যেই সংগঠন আরও মজবুত করতে চায় জোড়াফুল শিবির। সেই লক্ষেই মমতা-অভিষেকের এই সফর বলে মত রাজনৈতিক মহলের।

মেঘালয়ে একঝাঁক কর্মসূচিতে অংশ নেবেন মমতা ও অভিষেক। তৃণমূলের তরফে আপাতত মঙ্গলবারের কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। ওই দিন শিলংয়ের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে মেঘালয় তৃণমূলের রাজ্য সম্মেলন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন মেঘালয়ে তৃণমূলের পর্যবেক্ষক তথা পশ্চিমবঙ্গের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া, মেঘালয় তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পাইনগ্রোপে ও বিধানসভার দলনেতা মুকুল সাংমা। মাস খানেক আগেই মেঘালয়ে রাজ্য দফতরের উদ্বোধন করে এসেছেন অভিষেক। এই সফরে সেই দফতরেও যেতে পারেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার একটি সামাজিক অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা মমতা ও অভিষেকের।

ত্রিপুরার পুরভোটে লড়লেও, বিধানসভা নির্বাচনে কখনও প্রার্থী দেয়নি তৃণমূল। তবে মেঘালয়ে এখন তৃণমূলই প্রধান বিরোধী দল। কংগ্রেসের ১১ জন বিধায়ক হাত ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। সুতরাং মেঘালয়ের বিধানসভা নির্বাচনের রণনীতি নিয়ে এই সফরে আলোচনা হতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*