মেঘরাজ্যে তিনদিনের সফর যে যথেষ্ট সদর্থক- তা বোঝা গেল তৃণমূল সুপ্রিমোর শিলং ছেড়ে ফেরার দিন। বুধবার, সকালে কলকাতা ফেরার আগে শিলং-এর বাজার এলাকায় জনসংযোগ সারেন বাংলার মুখ্যমন্ত্রী। কেনাকাটার সঙ্গে চলে ব্যক্তিগত আলাপচারিতা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, মেঘালয়ের আগামী নির্বাচন নিয়ে তিনি আশাবাদী। আশা নিয়েই মানুষ বেঁচে থাকে।
তিনদিনের সফরে সোমবার শিলং পৌঁছন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা-অভিষেকের মেঘালয় সফর ঘিরে তুমুল উদ্দীপনা ছিল সেখানকার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। কংগ্রেস ছেড়ে ১১ জন বিধায়ক জোড়া ফুল শিবিরে যোগ দেওয়ায় আপাতত মেঘালয়ের প্রধান বিরোধী দল তৃণমূল। মঙ্গলবার, একের পর এক কর্মসূচিতে যোগ দেন তৃণমূল সুপ্রিমো ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কর্মিসভায় মমতা বার্তা দেন, মেঘালয়ের নতুন সূর্যোদয় হবে। বুধবার সকালে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এলাকা পরিদর্শনে বের হন তৃণমূল সুপ্রিমো। স্থানীয় বাজার থেকে টুকিটাকি জিনিসপত্র কেনেন তিনি। সঙ্গে সারেন জনসংযোগ। তাঁর সঙ্গে ছিলেন অভিষেকও। বরাবরই সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে তাঁদের সুখ-দুঃখের কথা শুনতে পছন্দ করেন মমতা। মেঘালয়েও তার ব্যতিক্রম হল না। মেঘালয়ে আগামী নির্বাচনে দলের জয়ের বিষয়ে তৃণমূল সুপ্রিমো কি আশাবাদী? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা জানান, “আশা তো আছেই। আশা নিয়েই মানুষ বাঁচে।“
Be the first to comment