কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ ঝাড়গ্রাম জেলা পুলিশ এবং পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের

Spread the love

জঙ্গলমহলের ছেলেমেয়েদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করার জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশ এবং পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের যৌথ উদ্যোগে মঙ্গলবার চালু হল ‘কম্পিউটার লিটারেসি অ্যান্ড ট্রেনিং সেন্টার’। জেলার পুলিস সুপারের অফিসের উল্টোদিকে একটি খালি পড়ে থাকা আবাসনে চালু হচ্ছে ওই প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত দপ্তরের মন্ত্রী বীরবাহা হাঁসদা, জেলার পুলিস সুপার অরিজিৎ সিনহা, জেলার ডিএফও শেখ ফরিদ, ওয়েস্টবেঙ্গল ফরেস্ট ডেভলপমেন্ট কর্পোরেশনের ভাইস চেয়ারপারসন মারিয়া ফার্নান্দেজ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বন উন্নয়ন নিগম এই প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ১৫টি কম্পিউটার দিয়েছে। সেই কারণে বন দফতর আদিবাসী-মূলবাসী যুবক ও যুবতীদের তালিকা তৈরি করে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে। তবে প্রশিক্ষণ কেন্দ্রের পরিকাঠামোগত ব্যবস্থা খতিয়ে দেখবে জেলা পুলিস। জেলা পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দেড় মাসের কোর্সে শেখানো হবে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ট্যালি ইত্যাদি। যাতে প্রশিক্ষণপ্রাপ্তরা চাকরির বাজারে জায়গা করে নিতে পারে। প্রতি ব্যাচে ১৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এবং স্নাতকরাও প্রশিক্ষণ নিতে পারবেন।

জেলার পুলিস সুপার অরিজিৎ সিনহা বলেন, “প্রত্যন্ত এলাকার যুবক ও যুবতীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই প্রশিক্ষণ কেন্দ্রের সূচনা করা হল। চাকরির বাজারের কথা মাথায় রেখে সিলেবাসে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বিষয়গুলি রাখা হয়েছে “।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*