চলন্ত ট্রেনের নিচে শুয়ে স্টান্ট দেখালেন এক কাশ্মীরি যুবক। দুঃসাহসিক স্টান্টের সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর এই স্টান্টের ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি টুইটারে লিখেছেন, অ্যাডভেঞ্চারের নেশায় যুবকটি অত্যন্ত ভুল কাজ করেছেন। যদিও এই স্টান্ট দেখার পরই সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই। কেউ কেউ আবার একে বোকামোও বলেছেন। আগামী দিনে কেউ যাতে এমন কাজ করতে সাহস না পায় সেজন্য ওই যুবকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলেও মনে করছেন অনেকে।
তবে ভিডিওটি কবে তোলা হয়েছে তা জানা যায়নি। ভিডিওটিতে দেখা গেছে, কাশ্মীরি পোশাক পরা এক যুবক উপুড় হয়ে রেললাইনের মাঝখানে শুয়ে রয়েছে। অপরদিক থেকে দ্রুতগতিতে আসছে ট্রেন। পরে ট্রেনটি ওই যুবকের উপর দিয়ে চলে গেল। সম্ভবত তাঁর কোনও বন্ধু দৃশ্যটি ক্যামেরাবন্দী করছিলেন। যা পরে ভাইরাল হয়। ভিডিওয় আরও দেখা গেছে, ট্রেন চলে যাওয়ার পর যুবক লাইন থেকে উঠে পড়েন।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই যুবকটির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। কেউ কেউ আবার বিষয়টিকে সোশ্যাল মিডিয়ায় না ছড়ানোর আবেদন জানিয়েছেন।
There is something drastically wrong with this sort of adventure seeking. I can’t believe the stupidity of these young men. pic.twitter.com/83lLWanozR
— Omar Abdullah (@OmarAbdullah) January 23, 2018
Be the first to comment