হাতে সময় নেই অমিত শাহের, আজ হচ্ছে না জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন

Spread the love

পূর্বাঞ্চল পরিষদ (ইস্টার্ন জোনাল কাউন্সিল)-এর বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর একাধিক কর্মসূচির ফাঁকে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ চেয়েছিল, জোকা থেকে তারাতলা রুটের উদ্বোধন করিয়ে নিতে। তাহলে বড়দিনের আগেই তা চালু করা যেত। কিন্তু সে গুড়ে বালি! আজ অন্তত জোকা থেকে তারাতলা মেট্রোর উদ্বোধন হচ্ছে না। কারণ, ঠাসা কর্মসূচির মাঝে সময় দিতে পারবেন না অমিত শাহ।

জোকা থেকে বিবাদ বাগ পর্যন্ত প্রকল্পের কাজ চলছে। প্রথম পর্যায়ে জোকা থেকে তারাতলা পর্যন্ত চলবে মেট্রো। স্রেফ ট্রায়াল রান নয়, নভেম্বরে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিদর্শন করে গিয়েছেন রেলের সেফটি কমিশনার। এরপর ডিসেম্বরের শুরুতে ভাড়ার তালিকাও প্রকাশ করে মেট্রো কর্তৃপক্ষ। ন্যূনতম ভাড়া ৫ টাকা, আর সর্বোচ্চ ২০। জোকা থেকে তারাতলা পর্যন্ত আপাতত ৬টি স্টেশন দিয়ে চলবে মেট্রো।

তাই কলকাতায় অমিত শাহ আসছে জানার পর তাঁকে দিয়ে জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধনে তৎপরতা দেখাতে শুরু করেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। রেলমন্ত্রকের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকেও চিঠি পাঠিয়েছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু অমিত শাহের সময় পাওয়া যায়নি।

উল্লেখ্য, জোকা-বিবাদ পর্যন্ত মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কাজ হবে মোমিনপুর থেকে বিবাদ বাগ পর্যন্ত। সেক্ষেত্রে ভিক্টোরিয়ার সামনে তৈরি করা হবে মেট্রো স্টেশন। শহরের ঐতিহাসিক এই সৌধের সামনে স্টেশন তৈরির ছাড়পত্র দিয়েছে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ। এর আগে, ১৬ সেপ্টেম্বর জোকা থেকে তারাতলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল মেট্রো। সর্বোচ্চ গতি ছিল ২৫ কিমি। ট্রায়াল রানের জন্য় জোকায় আনা হয়েছিল কলকাতা মেট্রো থেকে অবসর নেওয়া ২টি নন-এসি রেক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*