সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে লালন শেখের।রবিবার মৃতের বাড়িতে গেলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। কথা বললেন লালনের স্ত্রীর সঙ্গে।পুরো বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানাব্ন বলে জানিয়েছেন শতাব্দী।তাঁর অভিযোগ, লালনের পাশাপাশি সিবিআইয়ের কর্তারা মারধর করেছেন লালনের স্ত্রীকেও।স্বাভাবিকভাবেই সাংসদের প্রশ্ন, একজন মহিলাকে কী ভাবে মারধর করা হয়।
শতাব্দীর সাফ কথা, আমি এটা নিয়ে যত দূর যেতে হয় যাব। দিদি এবং অভিষেকের সঙ্গে কথা বলব। আমি সব রকম ভাবে পরিবারের পাশে আছি। বিজেপির অভিযোগ, তৃণমূলের এতে কলকাঠি নাড়ছে। শতাব্দীর সাফ কথা,ওরা আমাকে জানিয়েছে, নিজেদের কথাই বলছে। এখানে দলের কোনও ব্যাপার নেই।’’
লালনের স্ত্রী রেশমা বলেন, দিদি আমাদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমরা চাই সিবিআইয়ের হুমকি ও মারধরের বিচার হোক।
Be the first to comment