৮ জানুয়ারি শিক্ষক ও গবেষক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে রাজ্য

Spread the love

অত্যন্ত সুষ্ঠুভাবে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট নিয়েছে রাজ্য সরকার। সব মহল থেকে প্রশংসা কুড়িছে। এবার কলেজে শিক্ষক ও গবেষক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে রাজ্য সরকার। ৮ জানুয়ারি স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট বা SET নিচ্ছে কলেজ সার্ভিস কমিশন। টেটের মতো সেট নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতিমধ্যে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কমিশন।

কমিশন সূত্রে খবর, প্রশ্নপত্র ফাঁস রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যে সব কলেজ, বিশ্ববিদ্যালয়কে পরীক্ষার কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে, সেখানে থাকছে CC Camera। প্রশ্নপত্র খোলা এবং বিলি করা, সব কিছুর দায়িত্বে থাকবেন নির্দিষ্ট আধিকারিক। কলেজ সার্ভিস কমিশনের পাশাপাশি এই নিয়োগ পরীক্ষায় থাকবেন UGC-র পর্যবেক্ষকও।

কমিশনের তরফে জানানো হয়েছে,
• ইউজিসির নির্দেশিকা মেনেই সমস্ত ব্যবস্থা করা হচ্ছে।
• পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে ইউজিসি থেকে বাড়তি কোনও নির্দেশিকা এলে, তাও মানা হবে বলে জানিয়েছে কমিশন।
• কলেজে অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকবেন।
• কমিশনের পক্ষ থেকে ২ জন করে অধ্যাপককে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।
• এই পরীক্ষায় এগজিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যরা। তাঁদেরই নেতৃত্বেই পরীক্ষা হবে।

মোট ৩৩টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে ১১০টি কেন্দ্রে। প্রার্থীর সংখ্যা প্রায় ৮৫ হাজার। পোস্ট গ্র্যাজুয়েট স্তরে ৫৫ শতাংশ নম্বর পেয়ে যাঁরা পাশ করেছেন, তাঁরা এই পরীক্ষায় বসতে পারবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*