ফের বড়সড় ঘোষণা করলেন এলন মাস্ক। ধনকুবের জানিয়েছেন, টুইটারের সিইও পদ থেকে দ্রুত ইস্তফা দেবেন তিনি। সম্প্রতি, মাস্ক টুইটার ব্যবহারকারীদের কাছে জানতে চান তিনি সিইও পদ থেকে ইস্তফা দেবেন কিনা? ভোটে দেখা যায় সকলেই প্রায় চাইছেন মাস্ক ওই পদ থেকে পদত্যাগ করুক। মোট ৫৭.৫ শতাংশ টুইটার ব্যবহারকারী ভোট দিয়ে মতামত জানান সিইও পদ থেকে যেন সরে যান মাস্ক।
যদিও ৪২.৫ শতাংশ টুইটার ব্যবহারকারী জানান মাস্ক থাকুন সিইও পদে। ওই ভোটে মোট ১৭ হাজারের বেশি টুইটার ব্যবহারকারী অংশগ্রহণ করেছিলেন। সেই ভোটের ফলাফলে মান্যতা দিতেই টুইটার কর্তা ঘোষণা করেছেন তিনি আর সিইও পদে থাকবেন না। নতুন কাউকে সেই দায়িত্ব দেবেন। তবে নতুন কেউ কে হবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
Be the first to comment