রাজ্যজুড়ে বিরোধী দলনেতার ব্যঙ্গচিত্রে ছয়লাপ

Spread the love

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যজুড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘নিরুদ্দেশ সংবাদ’। তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের এই হোর্ডিংয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ না থাকলেও ব্যঙ্গচিত্র রয়েছে। পঞ্চায়েত ভোটের আগে শুধু ডিজিটাল মিডিয়া নয়,শুভেন্দুকে নিশানা করে ময়দানে তৃণমূলের সোশ্যাল মিডিয়া ও আইটিসেলের প্রচার শুরু। যা নিয়ে ইতিমধ্যেই বিব্রত বিজেপি।

কলকাতা থেকে হাওড়া, উত্তর ২৪ পরগনা থেকে বর্ধমান – রাজ্যের ব্যাস্ত শহরগুলিতে বিরোধী দলনেতার ব্যঙ্গচিত্র দিয়ে একটি হোর্ডিং লাগানো হয়েছে। তাতে শিরোনাম করা হয়েছে, নিরুদ্দেশ সংবাদ। তারপর কোনও নিখোঁজ ব্যক্তির সন্ধানে যেভাবে পোস্টার লেখা হয় সেইভাবে বর্ণনা দেওয়া হয়েছে। লেখা হয়েছে, রূপ: দেখতে গোলগাল, নাদুসনাদুস। মেরুদণ্ড নেই। গলায় গেরুয়া উত্তরীয়। ঠিকানা: বাড়ি কাঁথিতে। অসুখেরও উল্লেখ রয়েছে সেখানে। লেখা হয়েছে, অসুখ: ভোট এলেই লাইট বন্ধ করে দেন। নিয়মিত দুশো দুশো চিৎকার করে মধ্যরাতে ঘুম থেকে উঠে পড়েন। অকারণ ভাট বকতে ভালবাসেন। ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার হুমকি দেন, তারপর লজ্জাবতী হয়ে মুখ লুকোন। ক্যামেরায় ঠোঙা মুড়িয়ে ঘুষ নিতে দেখা যায়। এখানেই শেষ নয়। হোর্ডিংয়ে আরও লেখা হয়েছে, বিশেষ চিহ্ন: অভিষেক শব্দটি শুনলেই দাঁত খিঁচিয়ে কামড়াতে আসেন। বেগম বেগম করে হেঁচকি তোলেন। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হলে বিরোধিতা করেন, কিন্তু গ্যাসের দাম বাড়লে চুপ থাকেন। পাশে একটি কার্টুন বা ব্যঙ্গচিত্র দিয়ে নিচে লেখা রয়েছে, এমন কোনও ব্যক্তিকে খুঁজে পেলে দ্রুত সন্ধান দিন।

এদিকে নাম না করে শুভেন্দুকে নিশানা করেছে তৃণমূল সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের রাজ্যের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। এই হোর্ডিং নিয়ে তিনি বলেন, “আমরা কারও নাম করছি না। কিন্তু ১২, ১৪ আর ২১ তারিখ পেরিয়ে যাওয়ার পর একজনের কথা খুব মনে পড়ছে। দু-তিন মাস ধরে বড় বড় হুংকার দিচ্ছিল এক ব্যক্তি। হঠাৎ করে সেই ব্যক্তি কোথায় হারিয়ে গেল? সাধারণ মানুষ নিজ দায়িত্বে সেই ব্যক্তিকে খুঁজে দেবেন।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*