বছর শেষেই বাংলার বুকে পথ চলা শুরু বন্দে ভারত এক্সপ্রেসের? পূর্ব রেলের তোড়জোড় দেখে অন্তত এমনটাই মনে করছেন অনেকে। সূত্রের খবর বছরের শেষেই বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে বাংলার বুকে। রাজ্যে প্রথম বন্দে ভারত ট্রেন চলার কথা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত।
পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীর কথায় এই ঘটনার সত্যতার আভাস মিলেছে। বন্দে ভারতের জন্য যে বিশেষ ব্যবস্থা করার প্রয়োজন, সেই কাজ প্রায় শেষ। হাওড়া স্টেশনের রেল ইয়ার্ডের ঝিল সাইডে গেলেই তার দেখা মিলছে। একলব্য চক্রবর্তী বলছেন বন্দে ভারতের ৬ নম্বর রেকটি পাওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ হবে। মনে করা হচ্ছে ৩০ ডিসেম্বর উদ্বোধন হতে পারে বাংলার প্রথম বন্দে ভারতের। এখনও পর্যন্ত ভাড়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত না হলেও অন্যান্য ট্রেনের চেয়ে যে বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া খানিকটা বেশিই হবে তেমনটাই মনে করা হচ্ছে।
এর আগে দেশের ৫ জায়গা থেকে বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা শুরু হয়েছে । বাংলায় যে রুট ঠিক হয়েছে সেখানে ঠিক কোন কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে তা এখনও স্পষ্ট নয়। তাহলে কি এবার বন্দে ভারত চলার ক্ষেত্রে ষষ্ঠতম স্থান হিসাবে বাংলার নামটাই উঠে আসবে, এখন সেই নিয়েই চলছে জল্পনা।
Be the first to comment