খুলে গেল সাঁতরাগাছি সেতু

Spread the love

নির্ধারিত সময়ের আগেই সাঁতরাগাছি সেতু মেরামতির কাজ শেষ করে নজির গড়ল পূর্ত দফতর। আজ শুক্রবার ২৩ ডিসেম্বর ভোর ৬টা থেকে সাঁতরাগাছি সেতু দিয়ে পুরোদমে যান চলাচল শুরু হয়ে গেল। রাতের মধ্যেই সমস্ত যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়েছে। পূর্ত দফতরের কাজ বৃহস্পতিবারই শেষ হয়ে গেছে। সেতুর ওপর ২১টি এক্সপ্যানশান জয়েন্ট গার্ডার পরিবর্তনের জন্য ১৯ নভেম্বর থেকে সেতুর ওপর দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। ঠিক ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত সেতু মেরামতির কাজ চলবে। কিন্তু সেতু দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করায় সমস্যায় পড়ছিলেন বহু মানুষ। যানজটও হচ্ছিল। শীতের মরশুমে কলকাতা ও লাগোয়া এলাকার বহু মানুষ দিঘা বা ওইসব এলাকায় সড়ক পথে যাবার সময় সাঁতরাগাছি সেতুর ওপর যাওয়া আসা করেন। তাঁরাও যাতায়াত করতে অসুবিধায় পড়ছিলেন। এইসব সমস্যার দ্রুত সমাধানে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করে রাজ্য সরকার।

পূর্ত দফতরের আধিকারিকরা দিনরাত এক করে কাজের তদারকি করতে শুরু করেন। স্থির হয় বড়দিনের আগেই সেতু খুলে দেওয়া হবে। রবিবার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা না দেখে রাতে শেষ ঢালাইয়ের কাজ করেন পূর্ত দফতরের কর্মী ও অফিসারেরা। ওইদিন ঢালাই না হলে শুক্রবার সেতু চালু করা সম্ভব হত না বলে পূর্ত দফতরের আধিকারিকরা মনে করছেন। জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায় একাধিকবার সেতু মেরামতির কাজের অগ্রগতি খতিয়ে দেখে আসেন। অবশেষে বৃহস্পতিবার পুরো কাজ শেষ হয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। হাওড়ার নগরপাল প্রবীণ ত্রিপাঠী জানান ‘পূর্ত দফতরের কাজ থেকে ছাড়পত্র পাওয়া গেছে। শুক্রবার ভোর থেকেই সাঁতরাগাছি সেতু দিয়ে যান চলাচল শুরু হয়ে যাবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*