হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রবীণ নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। শুক্রবার রাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়ে তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
জানা গিয়েছে বিগত কয়েকদিন ধরে বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছিলেন বিভাস চক্রবর্তী। শুক্রবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিভাস বাবুর অ্যাঞ্জিওগ্রাফি করানোর পর দেখা যায় প্রবীণ এই নাট্য ব্যক্তিত্বের একটি ধমনীতে প্রায় ৯৯ শতাংশ ব্লক। সঙ্গে সঙ্গে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়। চিকিৎসকদের দাবি অনুযায়ী আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। রয়েছেন চিকিৎসকের নজরদারিতে।
উল্লেখ্য, ১৯৬০ সালে ‘নান্দীকার’ নাটকের দলে যোগ দেন বিভাস চক্রবর্তী। বহু নাটকে অভিনয় করেছেন তিনি। ১৯৬৬ সালে নান্দীকার ছেড়ে তৈরি করেন ‘থিয়েটার ওয়ার্কশপ’। ১৯৮৫ সালে বিভাস তৈরি করেন ‘অন্য থিয়েটার’। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সূচনা থেকেই সদস্য ছিলেন বিভাস। ২০১৮ সালে নাট্য আকাদেমির সদস্যপদ ছেড়ে দেন। মাস খানেক নজরুল অ্যাকাডেমি থেকে অব্যাহতি নেন বিভাসবাবু।
Be the first to comment