প্রাথমিক টেট নিয়ে নজীরবিহীন পদক্ষেপ নিল পর্ষদ। মঙ্গলবার পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ২০১৭-র টেট প্রার্থীদের বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে। অর্থাৎ বয়স ৪০ বছর পেরিয়ে গেলেও ইন্টারভিউ-তে অংশ নিতে পারবেন ২০১৭-র টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা।
দীর্ঘদিন ধরেই ২০১৭-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা বয়সের ছাড়ের দাবি করে আসছিলেন। তাঁদের কথা মাথায় রেখেই বয়সে ছাড়ের সিদ্ধান্ত নিল পর্ষদ বলে মনে করা হচ্ছে। ওই প্রার্থীদের বিশেষ ভাবে ইন্টারভিউ হবে বলে জানানো হয়েছে পর্ষদের তরফে। ২০১৪ সালে যাঁরা টেট পাশ করেছিলেন, তাঁরা দুবার ইন্টারভিউ-তে বসার সুযোগ পেয়েছিলেন, কিন্তু ১৭ সালের টেট উত্তীর্ণরা একবারও বসেননি। তাই তাঁদের জন্য এই বিশেষ সুযোগ দেওয়া হল।পর্ষদের এই সিদ্ধান্তে খুশি চাকরিপ্রার্থীরাও।
২০১৭ সালের ১২ মে থেকে ২০২১-এর মধ্যে যাঁদের বয়স ৪০ পার করে ফেলেছে, তাঁদের এ ক্ষেত্রে সুযোগ দেওয়া হবে। অনলাইনে রেজিস্ট্রেশনের পর আলাদাভাবে ইন্টারভিউ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Be the first to comment