ফের বিজেপির অসভ্যতা। সরকারি প্রকল্পের অনুষ্ঠানে ন্যাক্কারজনক পরিবেশের সৃষ্টি করল গেরুয়া বাহিনী। নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানে হাজির হয়েও ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠলেন না মূল মঞ্চে। মঞ্চের পাশেই চেয়ারে বসে রইলেন তিনি।
আজ, শুক্রবার রাজ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন ছাড়াও একাধিক রেল প্রকল্পের অনুষ্ঠানে হাওড়া স্টেশনে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল আনন্দ বোস সহ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ আরও অনেকে। কিন্তু মঞ্চে মমতা পৌঁছতেই গেরুয়া বাহিনীর আসল রূপ বেরিয়ে পড়ে।
সরকারি প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই জয় শ্রী রাম স্লোগান তোলে গেরুয়া বাহিনী। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গেরুয়া বাহিনীকে হাতজোড় করে থামতে বললেও রেলমন্ত্রীর অনুরোধ রাখেনি গেরুয়া শিবির। পরিস্থিতি শান্ত না হওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মঞ্চের পাশে সিঁড়ির নীচে চেয়ারে বসেন। অনুষ্ঠান শুরুর পর সেখান থেকেই তাঁর বক্তৃতা রাখেন মমতা।
Be the first to comment