মাতৃহারা মোদিকে সমবেদনা! প্রকল্পের নামে ভাঁওতাবাজি ধরিয়ে দিলেন মমতা

Spread the love

শুক্রবার সকালেই মাতৃহারা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই বঙ্গ সফর বাতিল করেছেন তিনি। যদিও আহমেদাবাদ থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকেছেন মোদি। এদিন হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস সহ একগুচ্ছ রেল প্রকল্পের কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানে মোদিকে সমবেদনা জানিয়ে প্রকল্পের নামে কেন্দ্রের ভাঁওতাবাজি পুঙ্খানুপুঙ্খভাবে ধরিয়ে দিলেন মমতা। কোন প্রকল্প কোন সময়ে হয়েছিল, তার ব্যাখা যথাযথভাবে সকলের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ২০১০ সালে রেলমন্ত্রী থাকাকালীন এই জোকা-তারাতলা মেট্রো প্রকল্প অনুমোদন করেছিলাম। প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল শিলান্যাস করেছিলেন। আমার কাছে এই প্রকল্প স্বপ্নের মতো। তার আজ সূচনা হল। আজ আমি অত্যন্ত খুশি।’ সেইসঙ্গেই তিনি বলেন, ‘শোভন চট্টোপাধ্যায় এই প্রকল্পের জমি সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। পরবর্তীতে উল্লেখযোগ্য ভূমিকা নেন কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম।’

সেইসঙ্গে মাতৃহারা প্রধানমন্ত্রীকে সমবেদনা জানিয়ে মমতা বলেন, “আপনার ব্যক্তিগত জীবনে বিশাল বড় ক্ষতির একটা দিন। আজ আপনার এরাজ্যে আসার কথা ছিল । কিন্তু, আপনার মায়ের আকস্মিক মৃত্যুর কারণে আপনি আসতে পারলেন না। কিন্তু, আপনি ভার্চুয়ালি যোগ দিয়েছেন। সেইজন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই। আপনার কাছে অনুরোধ করব, এই অনুষ্ঠান সংক্ষিপ্ত করুন এবং বিশ্রাম করুন। কারণ, আপনি সদ্য শেষকৃত্য থেকে ফিরেছেন।আপনার পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই আমার। মায়ের কোনও বিকল্প হতে পারে না। আপনার মা, আমারও মা। এটা আপনার জন্য খুবই দুঃখের দিন। ঈশ্বর আপনাকে শক্তি দিক এই শোক কাটিয়ে ওঠার জন্য। “

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*