প্রাথমিকে ফের ১৪০ জনের চাকরি বাতিলের সঙ্গে বেতন বন্ধেরও নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Spread the love

ফের কোপ পড়ল একঝাঁক প্রাথমিক শিক্ষকের উপর। ঘুরপথে চাকরি পেয়েছেন এমন ১৪০ জন প্রাথমিক শিক্ষকের চাকরি নতুন করে বাতিল করল কলকাতা হাইকোর্ট। আজ, বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ১৪০ জন “ভুয়ো” শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দেন। একইসঙ্গে তাঁদের বেতন বন্ধেরও বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর আগেও ৫৩ জনের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অর্থাৎ সবমিলিয়ে এখনও পর্যন্ত মোট ১৯৩ জনের চাকরি বাতিল করা হল।

প্রসঙ্গত, এসএসসি এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা চলছে। গত ২৩ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ২৬৯ জনকে বরখাস্ত করা হয়েছিল। গত ২৩ ডিসেম্বরের শুনানিতে বরখাস্ত হওয়া প্রাথমিক শিক্ষকদের হলফনামা খতিয়ে দেখে প্রথম দফায় তাঁদেরই ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যাঁদের মধ্যে একজনকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল।

এরপর আজ, বুধবার আরও ১৪৬ জন শিক্ষকের আবেদনের শুনানি হয়। তাঁদের নথি খতিয়ে দেখেই ১৪০ জনের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেন বিচারপতি। সেইসঙ্গে বেতন বন্ধেরও নির্দেশ দেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*