আগামী ১১ জানুয়ারি থেকে রাজ্যের প্রতিটি বিধানসভার শুরু “দিদির সুরক্ষা কবচ” কর্মসূচি। আর কয়েক ঘন্টার অপেক্ষা। নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেলে থাকা দলচ্যুত পার্থ চট্টোপাধ্যায়ের বদলে কে সামলাবেন তাঁর বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিম? তৃণমূলের দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস কুমার জোর দিলেন “যৌথ নেতৃত্বের” উপর। তবে সাংবাদিক সম্মেলনে বার বার ওঠা পার্থ প্রসঙ্গ এড়িয়ে গেলেন দেবাশিস কুমার ও বাকিরা।
বেহালা পশ্চিম বিধানসভা এলাকার তৃণমূলের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি দেবাশিস, বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় সহ কাউন্সিলররা। এক বারের জন্যও স্থানীয় বিধায়ক তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর নাম মুখে আনেননি তৃণমূল নেতৃত্ব। পার্থ প্রসঙ্গ উঠতে দেবাশিস কুমার বলেন, “কেউ বেহালা পশ্চিম থেকে জিতেছেন। বেহালা পূর্ব থেকে রত্না চট্টোপাধ্যায় জিতেছেন। আমি রাসবিহারী কেন্দ্র থেকে জিতেছি। প্রত্যেকটি জয়ের ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত কোনও কারিশমা নেই। সব জয় এসেছে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নের প্রতীক দেখে। দল যখন যাকে দায়িত্ব দেবে তখন সে দায়িত্ব পালন করবে। এর বেশি কিছু নয়।” পার্থ সংক্রান্ত প্রশ্ন বার বার ওঠায় এক সময় দেবাশিস বলেন, “বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। তাই সেই সংক্রান্ত বিষয় বাদ দিয়েই কথা বলা হোক।’
বেহালা পশ্চিমে দিদির সুরক্ষা কবচ নিয়ে দেবাশিস কুমার বলেন, “দিদি সুরক্ষা কবচ কর্মসূচিতে মোট ১৫টি প্রকল্প নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলা হয়েছে আমাদের। সেই তালিকায় আপনারা যে বিষয়ে প্রশ্ন করছেন সেই বিষয়টির উল্লেখ নেই।”
Be the first to comment