ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। সোমবার রাতে আচমকাই কম্পন অনুভূত হয়। জানা গিয়েছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৯। এর জেরে এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
জানা গিয়েছে, ভারতীয় সময় রাত ১১টা বেজে ২০ মিনিটে আচমকাই ভূমিকম্পে দুলে ওঠে ইন্দোনেশিয়ার তানিম্বার অঞ্চল। ভূমিকম্পের উৎসস্থল ছিল মালুকু দ্বীপ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে।ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার বা ইএমএসসি(EMSC) জানিয়েছে, ভূমিকম্পটি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৯৭ কিলোমিটার গভীরে। ক্ষতিগ্রস্থ এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ এলাকায় চলে যাওয়ার পরামর্শও দিয়েছে তারা। ইএমএসসি বলেছে, “পরবর্তী কয়েক ঘণ্টা বা দিন ধরে আফটারশক চলতে পারে। খুব প্রয়োজন না হলে, সুরক্ষার জন্য ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকুন, সতর্ক থাকুন এবং জাতীয় সরকারি নির্দেশ অনুসরণ করুন।”
প্রসঙ্গত, গত নভম্বরে যে ভূমিকম্প দেখেছিল ইন্দোনেশিয়া তাতে ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ মারাত্মক ছিল। ১৫০-এর বেশি মানুষ মারা গিয়েছিলেন। বাড়িঘর ভেঙে ধূলিসাৎ গিয়ে গিয়েছিল। সেই সময় কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৬। তার থেকে এদিনের কম্পন আরও তীব্র।
Be the first to comment