সরকারি কোষাগার থেকে শাসক দলের বিজ্ঞাপন। এই অভিযোগে দিল্লির শাসক দল আম আদমি পার্টিকে এবার নোটিশ ধরালো ডিরেক্টরেট অব ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি। নোটিশে উল্লেখ করা হয়েছে আগামী ১০ দিনের মধ্যে সেই টাকা ফেরত দিতে হবে। অন্যথায় আপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশে বলা হয়েছে, সরকারি কোষাগার থেকে মোট ১৬৩ কোটি ৬২ লক্ষ টাকা নিয়েছে আপ। যার পুরোটাই খরচ করা হয়েছে দলের রাজনৈতিক প্রচারে। ২০১৭ সালের ৩১ শে মার্চ পর্যন্ত আপ দলের প্রচারের জন্য মোট ৯৯ কোটি টাকা খরচ করেছিল। যার জরিমানা মিলিয়ে এখন দাঁড়িয়েছে ১৬৩ কোটি ৬২ লক্ষ টাকা।
সম্প্রতি, দিল্লির লেফ্টেন্যান্ট গর্ভনর ভি কে রাজ্যপাল আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ৯৭ কোটি টাকা মুখ্যসচিবের কাছে ফেরত দিতে নির্দেশ দিয়েছিলেন। ২০১৫-১৬ অর্থবর্ষে সেই টাকা বিজ্ঞাপনের নামে খরচ করেছিল দিল্লির শাসকদল। তারপরেই ডিরেক্টরেট অব ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটির এই চিঠি ফের রাজধানীতে কনকনে ঠাণ্ডার মাঝেও রাজনৈতিক উত্তাপ বাড়ালো বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
Be the first to comment