বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আরজেডি নেতা শরদ যাদব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। লোকসভায় সাত বারের সাংসদ এবং রাজ্যসভায় তিনবারের সাংসদ ছিলেন এই প্রবীণ নেতা। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানান অসুখে ভূুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হওয়ায় তাঁকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রাতে সেই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৪৭ সালের ১ জুলাই মধ্যপ্রদেশের হোসঙ্গাবাদ জেলার ববাই গ্রামে জন্ম শরদ যাদবের। বর্ষীয়ান এই নেতার রাজনৈতিক কেরিয়ার ছিল বিহারময়।২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত জেডিইউয়ের জাতীয় সভাপতি ছিলেন তিনি। দলবিরোধী কাজের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয় তাঁকে।বৃহস্পতিবার টুইটারে শরদ যাদবের প্রয়াণের খবর জানান তাঁর কন্যা সুভাষিণী। শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টুইটারে তিনি লিখেছেন, “শরদজি-র প্রয়াণে ব্যথিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাংসদ ও মন্ত্রী হিসাবে নিজেকে আলাদা করে রেখেছিলেন। ডা. লোহিয়া আদর্শে ভীষণভাবে অনুপ্রাণিত ছিলেন তিনি। তাঁর সঙ্গে আলাপচারিতা সর্বদা আমাকে অনুপ্রাণিত করেছে। তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি সমবেদনা জানাই।” শরদ যাদবের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।
Be the first to comment