শনিবার দিনভর ব্যাহত দক্ষিণ কলকাতার জল পরিষেবা

Spread the love

সপ্তাহের শেষে দুর্ভোগ দক্ষিণ কলকাতাবাসীর কপালে। কালীঘাট থেকে টালিগঞ্জ, যাদবপুর থেকে বেহালা, শনিবার বেলা দশটার পর থেকে রবিবার সকাল পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলে জল সরবরাহ ব্যাহত হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে গার্ডেনরিচ জল প্রকল্প থেকে শুরু করে পাইপ লাইনের মেরামতি এবং একাধিক বুস্টার পাম্পিং স্টেশনে সংস্কারের কাজ চলার কারণে কিছুটা ভোগান্তির মুখে পড়তে চলেছেন দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা।

গত বুধবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ জানুয়ারি অর্থাৎ শনিবার সকাল দশটার পর থেকে এস পি মুখার্জি রোড এবং বনমালী মণ্ডল রোডের সংযোগস্থলে জলের পাইপলাইনে মেরামতির কাজ হবে। এছাড়াও দক্ষিণ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে একাধিকবার পানীয় জলের পাইপ লাইন ফেটে বিপত্তি ঘটছে। তাই ভবিষ্যতে যাতে স্থানীয় বাসিন্দাদের সমস্যার মধ্যে না পড়তে হয় তাই ১৪০০ মিলিমিটারের পাইপলাইনের মেরামতির কাজ হবে। এই কাজের জন্য শনিবার সকালে জল দেওয়ার পর সারাদিন বন্ধ থাকবে সরবরাহ। ৮ ও ৯ নম্বর বরো এলাকা ছাড়াও আংশিকভাবে ১০, ১১, ১২ ও ১৫ নম্বর বরোতেও পরিষেবা ব্যাহত হবে।

পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগ সূত্রে জানা যাচ্ছে চেতলা, কালীঘাট, হরিশপার্ক, রানিকুঠি, লায়েলকা, গল্ফগ্রিন, গরফা, গান্ধী ময়দান সহ বেশ কিছু অঞ্চলে জল বন্ধ থাকবে। ২২ জানুয়ারি সকাল থেকে পুনরায় পরিষেবা চালু হবে বলে পুরসভা সূত্রে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*