নেপালের ত্রিবেণী ধাম থেকে ৭০ জন পুণ্যার্থী নিয়ে ফিরছিল বাসটি। দ্রুত গতিতে থাকা বাসটি আচমকাই নিয়ন্ত্রণ
হারিয়ে উল্টে যায়।ঘটনায় এখনও পর্যন্ত ৬০ জন আহত হওয়ার খবর মিলেছে। পুণ্যার্থীরা সকলে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে ভারত, নেপাল সীমান্তের কাছে, ঠুঠিবাড়ি সীমান্ত থেকে ৫০০ মিটার দূরে।
পুলিশ জানিয়েছে, ত্রিবেণী ধাম দর্শনের পর নারায়ণী নদীতে পুণ্যস্নান করেছিলেন অনেকে। তার পর বাসে চেপে ভারতে ফিরছিলেন। সেই সময় একটি গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি। রাস্তার উপরে যাত্রিবোঝাই বাস উল্টে কাত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নেপাল পুলিশের আধিকারিকেরা। আহতদের উদ্ধার করে পৃথ্বীচাঁদ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে অন্তত ৬০ জনের।
দুর্ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের জেলাশাসক নেপালের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি আহতদের খোঁজখবর নেন। কয়েক জন আধিকারিককে পরিস্থিতি পর্যালোচনার জন্য উত্তরপ্রদেশ থেকে নেপালে পাঠানো হয়েছে।
Be the first to comment