মিড ডে মিল প্রকল্পের কাজ খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল

Spread the love

আবাস যোজনা পর এবার স্কুলশিক্ষা। মিড ডে মিল পর্যালোচনায় রবিবারই রাজ্যে আসছে কেন্দ্রীয় দল।রাজ্যে মিড ডে মিল প্রকল্প কীভাবে কাজ করছে,তা সরেজমিনে পরিদর্শন করবেন কেন্দ্রের আধিকারিকরা। চালাবেন সমীক্ষা। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ঘুরবে এই কেন্দ্রীয় টিম।

রবিবার বিকাল ৫টা ৪০ মিনিটে কলকাতায় পৌঁছবেন কেন্দ্রীয় দলের আধিকারিকরা। ১২ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ইউনিসেফের সদস্যরাও থাকবেন বলে খবর। আগামিকাল থেকে জেলায় জেলায় মিড ডে মিল প্রকল্পের কাজ পরিদর্শন করবেন তাঁরা। খাবারের গুণমান খতিয়ে দেখার পাশাপাশি স্কুলের পড়ুয়াদের উচ্চতা ও ওজনও পরিমাপ করা হবে।

জানা গেছে, এই কেন্দ্রীয় দলের নেতৃত্বে থাকছেন জিবি পন্ত বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান অনুরাধা দত্ত। রয়েছেন শ্বেতা সুরি। দলে থাকছেন ইউনিসেফের প্রতিনিধিরা। এমনকী মিড ডে মিল প্রকল্পে কেন্দ্রের তরফে দায়িত্বপ্রাপ্ত আধিকারকরাও থাকবেন বলে খবর। একইসঙ্গে থাকছেন রাজ্যের প্রতিনিধিও। সূত্রের খবর, ৯ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দলে ৩ আধিকারিক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের চিফ কনসালট্যান্ট পদে বহাল রয়েছেন। রাজ্যের নানা প্রান্তে জেলায় জেলায় স্কুলে ঘুরে মিড ডে মিল প্রকল্পের কাজ কীভাবে হচ্ছে তা খতিয়ে দেখার কথা রয়েছে তাঁদের। ম্যানেজ ইনফরমেশন সিস্টেম সঠিকভাবে বজায় রাখা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখার কথা রয়েছে তাঁদের। দেখা হবে সমস্ত সরকারি নির্দেশিকা সঠিকভাবে মানা হচ্ছে কি না। রান্নাঘর এবং স্কুলের পরিকাঠামো ঠিক রয়েছে কিনা তাও খতিয়ে দেখবে এই কেন্দ্রীয় টিম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*