ভূমিকম্পে কেঁপে উঠল ইরান, মৃত কমপক্ষে ৭

Spread the love

মাঝরাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিম ইরানে এই ভূমিকম্প অনুভূত হয়।ভূমিকম্পের জেরে একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের ।আহত হয়েছেন চারশোরও বেশি মানুষ।

শনিবার রাত পৌনে ১২টা নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ইরানের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের জেরে ইরানের একটি মিলিটারি প্ল্যান্টে তীব্র বিস্ফোরণও হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ইরানের খোয় শহরের ৫ কিলোমিটার গভীরে। সেই কম্পনের তীব্রতা এতটাই ছিল যে ইরানের রাজধানী আজারবাইজানেও অনুভূত হয়েছে ভূমিকম্প।একাধিক বাড়িঘরে ফাটল ধরা পড়েছে। বাড়ি ভেঙে কমপক্ষে ৭ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ।রাতের অন্ধকারে আচমকা কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে বাসিন্দারা বাড়ির বাইরে বেড়িয়ে আসেন। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছেন স্থানীয় প্রশাসন। তাতে হাত লাগিয়েছে সেনাবাহিনীও। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতিমধ্যেই ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের হাসপাতালগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বেশ কিছু এলাকায় তুষারপাত হচ্ছে বলে জানা গিয়েছে। এর জেরে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এর জেরে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। তবে প্রতিকূলতার মাঝেও মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যেতে তৎপর হয়েছে প্রশাসন। তবে উদ্ধারকাজে বিলম্ব হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*