ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর বুকে গুলি! গ্রেফতার পুলিশ কর্মী

Spread the love

ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে চলল গুলি। পুলিশ সূত্রে খবর, এক অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাসকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এদিকে মন্ত্রীকে গুলি চালানোর পর প্রতিবাদে গান্ধী চকে ধর্নায় বসেছেন বিজেডি নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, এই গোটা ঘটনা পূর্বপরিকল্পিত ছিল। ইতিমধ্যে অভিযুক্ত পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার সকালে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, মন্ত্রীর বুকে চার-পাঁচটি গুলি লেগেছে। রবিবার সকালে একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন নবকিশোর। আর গাড়ি থেকে নামার সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর গোপাল রায় গুলি চালিয়েছেন। গুরুতর জখম অবস্থায় ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে পুলিশের প্রাথমিক অনুমান, গোটা ঘটনাটাই পূর্ব পরিকল্পিত। ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করার সময় পুলিশের উর্দিতেই ছিলেন অভিযুক্ত গোপাল। তবে কেন তিনি এমন কাণ্ড ঘটালেন, তা এখনও জানা যায়নি। রবিবার মন্ত্রীর কর্মসূচিতে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল। সেখানে নজর রাখার জন্যই গোপালকে নিয়োগ করা হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*