মালদহে দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, মিজোরামে মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা

Spread the love

মালদহে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মৃত ২ পরিবারকে সরকারি চাকরি এবং আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মালদহে প্রশাসনিক বৈঠক শেষে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

সোমবার নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় একটি সরকারি বাস। ভয়াবহ ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ২ জন, আহত হন অন্তত ৩৫ জন। দুর্ঘটনাটি ঘটে গাজোলের পাণ্ডুয়ায়। স্থানীয়রা জানিয়েছেন, সরকারি বাসটি মালদহ থেকে গাজোলের দিকে যাচ্ছিল। পান্ডুয়ার কাছে রাস্তায় দাঁড় করানো একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক।সোজা সেটি নয়ানজুলিতে পড়ে যায়। আজ এখনও বাসটিকে নয়নজুলি থেকে তোলার চেষ্টা করা হচ্ছে। আহতদের বাস থেকে উদ্ধার করতে এগিয়ে আসেন স্থানীয়রা। আহতদের মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, মৃতরা দু’জনই মহিলা।

আহতদের পরিবারের দাবি, প্রত্যকেই সরকারি প্রকল্পের উপভোক্তা। মালদহ থেকে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছিল গাজোলে। কীভাবে সরকারি মঞ্চে উপভোক্তা হিসেবে সরকারি প্রকল্পের সুযোগ গ্রহণ করা হবে, তারই প্রশিক্ষণ হওয়ার কথা ছিল তাদের। মুখ্যমন্ত্রী আজ মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে পরিজনরা।

এদিকে মিজোরামে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মালদহের তিন পরিযায়ী শ্রমিকের। মৃত ৩ যুবকই হবিবপর থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের তালুকদার পাড়ার বাসিন্দা।এই তিন পরিবারকেও চাকরি ও আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*