এবারের বাজেটে বাংলার বরাদ্দ কার্যত শূন্য!

Spread the love

আজ পেশ হল বাজেট।যদিও বাংলায় বরাদ্দ কার্যত শূন্য। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বুধবারের বাজেটে কর্ণাটকের জন্য ৫ হাজার ৩০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করা হলেও রাজ্যের কোনও প্রকল্পের জন্যই এমনবড় অঙ্কের প্যাকেজ ঘোষণা করা হয়নি। পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দের দাবি রয়েছে। সেগুলিও কম গুরুত্বপূর্ণ নয়। অথচ সেই প্রকল্পগুলির কার্যত কোনও বরাদ্দই করা হয়নি।

কেন্দ্রীয় বাজেটে দূষণমুক্ত ভারত গড়ার বার্তা দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে ম্যানগ্রোভ অরণ্য বাড়ানোর জন্য ‘মিষ্টি’ প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। উপকূল অঞ্চলে ম্যানগ্রোভ চাষে উৎসাহ দেবে এই প্রকল্প। দেশজুড়ে ১৫৭টি নার্সিং কলেজের কথা ঘোষণা করেছেন নির্মলা। তার মধ্যে হাতেগোনা দুটি পশ্চিমবঙ্গে হতে পারে। ফলে কার্যত কেন্দ্রীয় বাজেটে রাজ্যে জন্য বরাদ্দ শূন্য!

এছাড়া কলকাতা এবং শিলিগুড়ির মধ্যে রাস্তা মেরিমতির কথা বলা হয়েছে বাজেটে। গোমড় থেকে ডানকুনি ২৭৪ কিমি রেলওয়ে লাইন তৈরি হবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।এই প্রকল্প আদৌ কতটা বাস্তবায়িত করা সম্ভব তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে দিয়েছেন ওয়াকিবহাল মহল।মেট্রো নিউ এবং মেট্র্রো লাইট নামে দুটি নতুন রেল প্রকল্প চালু করার কথা বলা হলেও ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য কোনও বরাদ্দ করা হয়নি। সবমিলিয়ে এবারের বাজেটে বাংলার ভাঁড়ার শূন্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*