কনভয়-অটো মুখোমুখি সংঘর্ষ, রামপুরহাট যাওয়ার পথে বরাতজোরে রক্ষা পেলেন বাবুল সুপ্রিয়

Spread the love

বীরভূমের রামপুরহাটে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়র কনভয়। অল্পের জন্য রক্ষা পান বাবুল। গুরুতর আহত বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী। রাপুরহাট যাওয়ার পথে সাঁইথিয়ায় কাছে দুর্ঘটনার কবলে বাবুল সুপ্রিয়র কনভয়।

রামপুরহাটে এখন ‘উৎসব’ চলছে। রামপুরহাট উৎসবে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের মন্ত্রীকে। অনুষ্ঠান হবে রাতে। ঘড়িতে তখন সাড়ে আটটা। এদিন সন্ধ্যায় সাইঁথিয়া হয়ে রামপুরহাটের দিকে যাচ্ছিল বাবুল সুপ্রিয় কনভয়।

স্থানীয় সূত্রের খবর, বাবুলের গাড়ি তখন এগিয়ে গিয়েছে। স্থানীয় মূসরডা এলাকায় পেট্রল পাম্পে কনভয়ে ভিতরে ঢুকে পড়ে একটি অটো! নিরাপত্তারক্ষীদের গাড়ির সঙ্গে অটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। গতি এতটাই বেশি ছিল যে, সংঘর্ষের পর কনভয়ের গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনার গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৮ নিরাপত্তারক্ষী। তাঁদের প্রথমে রামপুরহাট হাসপাতালে, পরে সিউড়িতে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে দুর্ঘটনার পর উলটে যায় অটোটিও। চালকের অবস্থাও আশঙ্কাজনক। তবে অটোটি কোনও যাত্রী ছিলেন না? থাকলে কতজন ছিলেন? তা জানা যায়নি। আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে সময়েই অনুষ্ঠানে পৌঁছে গিয়েছেন বাবুল সুপ্রিয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*